মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম :
“সবার জন্য স্বাস্থ্য ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা একিভুত চক্ষু সেবা কর্মসূচির আওতায় কুড়িগ্রাম জেলা সিভিল সার্জনের আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৩ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সিভিল সার্জন কার্যালয় হতে একটি বণার্ঢ র্যালি বের হয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করে। মরিয়ম চক্ষু হাসপাতাল, উলিপুরের বাস্তবায়নে এবং সাইট সের্ভাসের সহযোগিতায় বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৩ উপলক্ষে আয়োজিত র্যালি, আলোচনাসভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডাঃ মোঃ মঞ্জুর-এ-মুর্শেদ, ডাঃ দেবজিৎ বকসী, ডাঃ তওসিফ তানভীর রাতুল, ডাঃ তারিফুল ইসলাম , প্রশাসনিক কর্মকর্তা মোস্তাফিজার রহমান, মরিয়ম চক্ষু হাসপাতাল, উলিপুরের প্রোগ্রাম কো-অর্ডিনেটর হাসিমূল হাসান, সহকারী প্রোগ্রাম কো-অর্ডিনেটর অরবিন্দু রায় প্রমূূখ।