কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।
১৭ ডিসেম্বর ২০২৩ ইং সকালে কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের তর চর ব্রোমোত্তর ফ্রেন্ডশিপ অফিস চত্বরে সাইট সেবারস এর সহযোগিতায় এবং জেলা একীভূত চক্ষু সেবা কর্মসূচির আওতায় সার্বজনীন স্বাস্থ্য সেবা দিবস ২০২৩ উপলক্ষে প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য রেলি আলোচনা সভা ও চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রেন্ডশিপ এর সার্বিক ব্যবস্থাপনায় এবং মরিয়ম চক্ষু হাসপাতাল উলিপুর কুড়িগ্রাম এরবাস্তবায়নে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। চক্ষু সেবা ক্যাম্পে আগত 135 জন রোগীর চক্ষু পরীক্ষা করা হয়। তন্মধ্যে ৮৫ জন রোগীর মাঝে চশমা বিতরণ এবং 50 জন রোগীর মাঝে ঔষধ ফ্রি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মরিয়ম চক্ষু হাসপাতাল উলিপুর কুড়িগ্রাম এর মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ আসাদুল হাবিব কাজল,সাইট সেবারস এর সহকারী প্রোগ্রাম সমন্বয়কারী অরবিন্দু রায়,রিফ্রাকশনিস্ট প্রহেলিকা চৌধুরী, ওয়ার্ড ফিমেল আঞ্জুমান আরা, ফ্রেন্ডশিপ আইনি তথ্য সেবা কেন্দ্রের এফ সি পি আতিকুর রহমান আতিক, আবুল কালাম আজাদ, এফ সি জি এ মোছাম্মদ রেখা বেগম, সিবিআর মোসাম্মৎ আপিনা বেগম, সহ স্থানীয় সাংবাদিক ও সুধী সমাজের প্রতিনিধিবৃন্দ।