কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এস.এস.এস উদ্যোগে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সোমবার ১২ জুন দুপুরে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। কুড়িগ্রাম জেলা শহরের নিমবাগান গোরস্থান পাড়া এলাকার বাসিন্দা বাবু মিয়া ও তার স্ত্রী রেখা বেগম নিজ বসতবাড়িতে একটি গরুর খামার গড়ে তোলেন। সম্প্রতি বসতবাড়িতে আগুন লেগে তার গৃহ পালিত পাঁচটি গরু আগুনে পুড়ে যায়। রেখা বেগম বর্তমানে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এস.এস.এস এর ১৫ নং নিমবাগান মহিলা সমিতির সদস্য। রেখা বেগম এর আগুনে পুড়ে গরুর খামার ক্ষতিগ্রস্ত হওয়ায় তাকে আর্থিক সাহায্য করতে এগিয়ে এসেছে সমিতি।সোমবার ১২ জুন দুপুরে রেখা বেগম এর হাতে নগদ ২০ হাজার টাকা সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এস.এস.এস এর পক্ষ থেকে আর্থিক অনুদান হিসেবে তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন- সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এস.এস.এস এর কুড়িগ্রাম এরিয়া ম্যানেজার রাশেদুল ইসলাম, রংপুর জোনের হিসাব কর্মকর্তা হারুন অর রশিদ, কুড়িগ্রাম শাখা ব্যবস্থাপক রিপন কুমার সরকার, ১৫ নং নিমবাগান মহিলা সমিতির সভানেত্রী হাজরা খাতুন প্রমুখ।