বিপুল রায় – স্টাফ রির্পোটার কুড়িগ্রামঃ
কুড়িগ্রামে পৃথক দুইটি অভিযানে ২৩ বোতল বিদেশী মদ ও ১.৬ কেজি গাজাসহ ০২ জন মাদককারবারীকে হাতেনাতে আটক করে পুলিশ।রৌমারী থানার একটি চৌকস টিম সকাল আনুমানিক সকাল ০৮.০০ ঘটিকার সময় রৌমারী থানার খওয়ার চর এলাকার কুখ্যাত মাদক কারবারি মোঃ মিলন মিয়া (২২) কে রৌমারী বাজার সংলগ্ন সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ২৩ বোতল ROYAL STAG বিদেশী মদ উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে।

অন্যদিকে ফুলবাড়ী থানার একটি চৌকস টিম দুপুর আনুমানিক ১৩.৫০ ঘটিকার সময় ফুলবাড়ী থানাধীন ১নং নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডল বাজার হতে ফুলবাড়ীর গোরকমন্ডল এলাকার কুখ্যাত মাদক কারবারি নুর মোহাম্মদ কাঞ্চিয়া (৭৮) এর বসত বাড়ী হতে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *