কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে প্রশিক্ষণ পরবর্তী ৪০জন নারীকে ৪০টি অত্যাধুণিক স্বয়ংক্রীয় শিল্প সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের দাশেরহাট ইএসডিও ট্রেনিং সেন্টারে বিতরণ অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসের জেলা কো-অপারেটিভ অফিসার আতিকুর রহমান।
এসময় কল্যাণী নারী কল্যাণ সমবায় সমিতি’র সাধারণ সম্পাদক খাদিজা পারভীন খুশির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউএনডিপির প্রতিনিধি কামাল হোসাইন, আমানউল্লাহ বিন মাহমুদ, গোলাম রব্বানী, ওয়াজেদুল ইসলাম, জিইউকে প্রতিনিধি অখিল চন্দ্র বর্মণ, ইএসডিও প্রতিনিধি অরুণ চন্দ্র অধিকারী প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় বেসরকারি সংগঠন কল্যাণী নারী কল্যাণ সমবায় সমিতি’র ৪০জন নারী সদস্যকে ৪দিন ব্যাপী প্রশিক্ষণের পর প্রশিক্ষণ পরবর্তী সেলাই মেশিন ও সনদ বিতরণ করা হয়। দাতা সংস্থা ইউএনডিপি ও চীন সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অর্থায়নে সুবিধাবঞ্চিত নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও জীবিকায়নের লক্ষ্যে এই কার্যক্রম গ্রহন করা হয়েছে।