মনজুরুল ইসলাম এশিয়ান বাংলা নিউজ :

কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে ১৬ জুলাই রবিবার নাগরিকদের অধিকতর বেগবান হয়ে সেবা প্রদানের লক্ষ্যে অভ্যন্তরীন শৃঙ্খলা, দক্ষতা,পেশাদারিত্ব, ও কল্যাণের নিমিত্তে স্মার্ট পুলিশ গড়ার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক সভা অনুষ্ঠিত হয়। পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত মাষ্টার প্যারেডে সকাল ০৮:০০ ঘটিকায় প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহন করেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। প্যারেড শেষে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ সাজ্জাদ হোসেন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ.কে. এম. ওহিদুন্নবী, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ সুমন রেজা, সহকারী পুলিশ সুপার (প্রবিঃ) জনাব মোঃ রাসেল রানা, সহকারী পুলিশ সুপার (প্রবিঃ) এসএম হাসান ইস্রাফিল, কুড়িগ্রাম পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মোঃ আখতারুজ্জামান, সকল থানা/ইউনিট ইনচার্জ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
পুলিশি দায়িত্ব পালনে রংপুর রেঞ্জ কর্তৃক জুন/২০২৩ মাসে ও কুড়িগ্রাম জেলা পুলিশে বিভিন্ন ক্ষেত্রে পেশাদারিত্ব ও প্রশাসনিক কর্মকাণ্ডে ভালো অবদান রাখায় মোট ১৭ টি ক্যাটাগরিতে পুলিশ সদস্যদের পুরষ্কৃত করা হয়, পুরষ্কার প্রাপ্তরা হলেন,

জুন/২০২৩ মাসের শ্রেষ্ঠ নারী কনস্টেবল হিসেবে রাজারহাট থানায় কর্মরত নুসরাত জাহান, শ্রেষ্ঠ কনস্টেবল হিসেবে পুলিশ লাইন্সে কর্মরত মোঃ যোবায়ের হোসেন ও ভূরুঙ্গামারী থানায় কর্মরত মোঃ আরিফুল ইসলাম, বিশেষ পুরষ্কার হিসেবে পুলিশ সুপারের কার্যালয় অপরাধ শাখায় কর্মরত মোঃ নাহিদ হাসান, হিসাব শাখায় কর্মরত মোঃ ওবায়দুল ইসলাম ও ক্যামেরাম্যান নায়েক মিজানুর রহমান, ০২ টি পরোয়ানাসহ ০৬টি নন-এফআইআর দাখিল করায় চিলমারী থানায় কর্মরত এএসআই নিরস্ত্র শ্রী বিনয় কৃষ্ণ সরকার, শ্রেষ্ঠ এএসআই হিসেবে নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এএসআই নিরস্ত্র জনাব মোঃ আব্দুল মোমেন, শ্রেষ্ঠ কোর্ট অফিসার হিসেবে এটিএসআই জনাব মোঃ মাহবুব আলম, শ্রেষ্ঠ ডিএসবি সদস্য হিসেবে ডিএসবি উলিপুর জোনের এসআই নিরস্ত্র জনাব মোঃ মামুন মিয়া, ০২ টি পরোয়ানা ০৬টি নন-এফআইআর দাখিল করায় নাগেশ্বরী থানার এএসআই নিরস্ত্র মোঃ মোখলেছুর রহমান, মাদক উদ্ধার ও আসামী গ্রেফতার করায় রাজারহাট থানার এসআই নিরস্ত্র মোঃ মিজানুর রহমান, বিশেষ পুরষ্কার হিসেবে নাগেশ্বরী থানার এসআই নিরস্ত্র মোঃ মিন্টু মিয়া, পুলিশ পরিদর্শক (শহর ও যানঃ) এএকেএম বানিউল আনাম, মাদক উদ্ধারে ডিবি কুড়িগ্রামের চৌকস টিম ও সদর ফাঁড়ির চৌকস টিম এবং শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ সুমন রেজা।

কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আসাদ মোঃ মাহফুজুল ইসলাম মাসিক সভায় কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূল, বাল্য বিবাহ প্রতিরোধ, অপরাধ দমন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ য কোন ধরনের চ্যলেঞ্জ মোকাবিলার বিষয়ে সকল অফিসার ও ফোর্সদের আইনের আলোকে কঠোর দিকনির্দেশনা প্রদান করেন। আগত সময়ে কেউ যাতে কোনভাবেই জনশৃঙ্খলা, শান্তি, সম্প্রতি বিনষ্ট করতে না পারে সে সব বিষয়ে সুনির্দিষ্ট প্রেরনা, প্রেষনা ও নির্দেশনা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *