কুড়িগ্রাম প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনের জাতীয় পার্টি (জেপি) মনােনিত প্রার্থী সাবেক এমপি ও জেপির প্রেসিডিয়াম সদস্য রুহুল আমিন হৃদরােগে আক্রান্ত হয়ে হাসপাতাল ভর্তি হয়েছেন। সােমবার ১জানুয়ারি ভাের ৫টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাঁকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরাগ ইনস্টিটিউটে নেয়া হয়। সেখানে তিনি সিসিইউতে চিকিসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন সাবেক এমপি রুহুল আমিনের ভাতিজা রানা পারভেজ।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতাল আনা হলে প্রথম তাঁর স্বাস্থ্য পরিক্ষা করা হয়। ইসিজি রিপাের্টে তাঁর হার্টের সমস্যা ধরা পড়ে। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে তাকে ঢাকা নিয়ে যাওয়ার কথা শুনেছি।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জাতীয় পার্টি (জেপি) মনােনয়ন পেয়ে কুড়িগ্রাম-৪ আসনে বাই সাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বদ্বিতা করছেন সাবেক এমপি রুহুল আমিন। আগামি ৭জানুয়ারি ভােট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়। এছাড়াও তিনি এই আসন হতে ২০১৪সালে এমপি নির্বাচিত হয়ে ছিলেন।