মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম সদর প্রতিনিধিঃ
কুড়িগ্রাম সদরে গরীব, অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করেছে বেসরকারী এনজিও “উদ্দীপন”।
সোমবার (১৪ ফেব্রুয়ারী) “উদ্দীপন” কাঁঠালবাড়ী শাখা ও কুড়িগ্রাম সদর শাখার আয়োজনে দুই অফিস চত্বরে উপস্থিত থেকে কম্বল বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কুড়িগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম ।
এ সময় আঞ্চলিক মনিটরিং অফিসার মোঃ ইব্রাহিম হোসেন, সদর শাখার শাখা ব্যবস্থাপক মোঃ এরশাদুল হক, কাঁঠালবাড়ী শাখার শাখা ব্যবস্থাপক মোঃ আমরুল হক, সদর শাখার হিসাবরক্ষক মোঃ নিজাম উদ্দিন, কাঁঠালবাড়ী শাখার হিসাবরক্ষক মোঃ আরিফুল হক,
সংবাদকর্মীসহ উদ্দীপন এর কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম তাঁর বক্তব্যে “উদ্দীপন”
এনজিও’র মত অন্যান্য এনজিওদেরকে অসহায় শীতার্তদের পাশে দাড়ানোর আহবান জানান।
তিনি কম্বল বিতরণ পূর্বে আরো বলেন, এখন উদ্দীপনে স্বাস্থ্য সেবা মূলক নতুন প্রজেক্ট এসেছে। এই প্রজেক্টে মাত্র এক হাজার দুইশত টাকার একটি কার্ড করলে এক বছর বিভিন্ন স্বাস্থ্যসেবা পাবে কার্ড ধারী ব্যক্তি। তাই সকলকে এই কার্ড সংগ্রহের আহ্বান জানান।