মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম সদর প্রতিনিধিঃ
কুড়িগ্রাম সদরের জিআর নং ৪৬৮/১৭ পরোয়ানায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী ২ আসামীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো পৌরসভা এলাকার ট্যানারীপাড়ার জলিল বিড়ির মোড়ের মৃত শুটকু মিয়ার পুত্র মমিনুল ইসলাম ওরফে মরন (৩২) ও পলাশ বাড়ি (মন্ডলপাড়া) গ্রামের আলম মিয়ার পুত্র জসীম। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সদর থানা পুলিশ তাদের গ্রেফতার করেছে। বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার জানান, গ্রেফতারকৃতরা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। তাদের বিরুদ্ধে একাধিক মাদক, চুরি ও ছিনতাই মামলাসহ একাধিক মামলা আছে।