ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদ খোকনকে বরখাস্ত করা হয়েছে। রাষ্টপতির আদেক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ -১ শাখার উপসচিব মো: ইফতেখার আহম্মেদ চৌধুরীর স্বাক্ষরিত কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবর ৩ মার্চের প্রেরিত এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত এবং চেয়ারম্যান পদটি শূন্য ঘোষনা করা হয়। প্রজ্ঞাপনের বিবরণে ইউনিয়নটির চেয়ারম্যান রাজু আহম্মেদ রাজুর বিরুদ্ধে সেচ্ছাচারিতা দ্বায়ীত্বহীনতা ও স¤œয়হীনতাসহ বিভিন্ন অভিযোগে পরিষদের ১২ জন সদস্য স্থানীয় সরকার বিভাগে অভিযোগ করেন এবং তার বিরুদ্ধে অনাস্থা আনেন। উপজেলা কৃষি কর্মকর্তার উপস্থিতি অনাস্থা ভোট গ্রহণ করা হলে ১২জন সদস্যই তার বিরুদ্ধে অনাস্থা ভোট দেন। অন্যান্য অভিযোগ তদন্তে প্রমানিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে।
ওই প্রজ্ঞাপনে ইউনিয়নটির চেয়াম্যান পদ শূন্য ঘোষনা করা হয় এবং ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ইউনিয়নটির পদ শূন্য ঘোষনা সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারির প্রয়োজনিয় ব্যবস্থার নির্দেশ দেয়া হয়। ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএইচএম মাগফুরুল আব্বাসী প্রজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত করেছেন।