মোঃ মজিবর রহমান নাগেশ্বরী প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা সীমান্তে ৪টি অটোবাইকসহ প্রায় ২০ লাখ টাকা মূল্যের সাড়ে ৩ হাজার কেজি ধানবীজ আটক করেছে বর্ডার গার্ড ব্যাটেলিয়ন। এসময় পাচারকারীরা পালিয়ে যায়।
বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ১টায় কচাকাটা থানার কেদার বিওপি’র টহলদল নায়েক সুবেদার আবু সাঈদের নেতৃত্বে পশ্চিম খামার সীমান্তে ৪টি অটোযোগে ধানবীজ পাচারকালে অটো থামাতে গেলে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বীজ ও অটো ফেলে পালিয়ে যায়। এসময় তিন হাজার ৫শ’ কেজি ধানবীজ ও ৪টি অটো জব্দ করা হয়। ধানবীজের আনুমানিক মূল্য ১৯ লাখ ২২ হাজার ৯৫০ টাকা।কৃষক বন্ধুর ধানবীজ বলে জানা গেছে।
কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।#