হুমায়ুন কবির সূর্য্য, কুড়িগ্রাম থেকে :
কুড়িগ্রামের নাগেশ্বীতে স্ত্রী রাহেলা বেগমকে (৩৬) ছুরিকাঘাতে হত্যা করেছে স্বামী ইসলাম মিয়া (৪২)। সোমবার রাতে উপজেলার পৌর এলাকার পূর্বপয়রাডাঙ্গা সেনেরখামার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকেই আত্মগোপন করেছে স্বামী ইসলাম মিয়া। নিহতের ভাই আবু তালেব বাদি হয়ে মঙ্গলবার সকালে নাগেশ্বরী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পারিবারিক কোন্দল থেকে এ ঘটনা ঘটতে পারে বলে প্রতিবেশীরা জানান। তাদের সংসারে ৮ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ চৌধুরী জাকির উল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে নিহতের বাম পাজরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘাতককে গ্রেফতারে পুলিশী তৎপরতা চলছে।#