কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি :
বাংলাদেশের প্লাস্টিক শিল্পের অগ্রদূত বেঙ্গল প্লাস্টিকস্ এর উৎপাদিত আন্তর্জাতিক মানের নিত্য ব্যবহার্য প্লাস্টিক গৃহসামগ্রী ও প্লাস্টিক ফার্নিচার দেশের সকল স্তরের মানুষের দোরগোড়ায় সূলভ মূল্যে পৌঁছে দেয়ার লক্ষ্যে নাগেশ্বরীতে বেঙ্গল এক্সক্লুসিভ শপ” এর ৫৬ তম শাখা উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় নাগেশ্বরী ডিএম একাডেমি স্কুল গেট সংলগ্ন বেঙ্গলএক্সক্লুসিভ শপ“ ফিতা ও কেক কেটে ৫৬তম শাখার উদ্বোধন করেন বেঙ্গল এর মহা-ব্যবস্থাপক শামিনুর রহমান (শামিম)। এসময় বেঙ্গল এর সহকারী ব্যবস্থাপক মোঃ ফজলে রাব্বি, হারুন-উর-রশিদসহ কোম্পানীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান এবং স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।