স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রাম জেলা পুলিশের নির্দেশনায় মাদক বিরোধী অভিযান ফুলবাড়ী থানা পুলিশ পৃথক পৃথক অভিযানে ৭কেজি ৯শ গ্রাম গাঁজা ও ১০৬ পিছ ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুত্রে জানাগেছে মঙ্গলবার(১১ অক্টোবর) সন্ধ্যা ৯টার সময় বালারহাট বাজার থেকে ফুলবাড়ী শেখ হাসিনা ধরলা ব্রীজে একটি মাইক্রোবাস দিয়ে গাঁজা পাচারের সময় মিয়াপাড়া বাজারে গাড়ীতে থাকা ফুলবাড়ী উপজেলার ৩ জন কুখ্যাত মাদক কারবারি পশ্চিম ফুলমতি গ্রামের মোঃ সবুজ মিয়া (২১), কুরুষা ফেরুষা গ্রামের মোঃ শামীম হোসেন (২০) ও কবির মামুদ গ্রামের মোঃ সজীব মিয়া (৩০) দের গ্রেপ্তার করে এবং গাড়ি তল্লাশি করে ০৭ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও মোবাইল ফোন উদ্ধার করে।অপরদিকে পৃথক অভিযানে বিকাল ৫টার সময় উপজেলার ৫নং ভাঙ্গামোড় ইউনিয়নের দক্ষিণ রাবাইতারী গ্রাম হতে ফুলবাড়ীর দক্ষিণ রাবাইটারী গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ নুর ইসলাম শেখ (৩১) কে ১০৬ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ অর্থ এবং ০৩ টি মোবাইল ফোন উদ্ধারসহ গ্রেফতার করে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে জানান,আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন