স্টাফ রিপোর্টার ঃ ২২.৬.১৮
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমি নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন মারাত্মক আহত হয়েছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে নাগেশ্বরী উপজেলার কেদার ইউপির বিষ্ণুপুর গ্রামের মৃত কাশেম আলীর ছেলে ফজু মিয়া (৫০),বাবু মিয়া (৪০)এবং নাগেশ্বীর বলদিটারীর মৃত তহর উল্লাহর ছেলে মকবুল হোসেন (৫৫) কে আটক করেছে পুলিশ। আহতরা হলেন ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউপির সতিপুরী গ্রামের মৃত মনছার আলীর ছেলে রিয়াজুল ইসলাম (৩২),সিরাজুল ইসলাম(২৯),মনছার আলীর স্ত্রী রেজিয়া বেওয়া (৫৫), ও নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের বিষ্ণুপুর এলাকার জহর আলীর ছেলে মোজাফফর মিয়া (৪০)।
এলাকাবাসী জানায়, জাহাঙ্গীর এবং রিয়াজুল এর মধ্যে সতিপুরী মৌজায় অবস্থিত একটি জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে জাহাঙ্গীর তার লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিটিতে গেলে রিয়াজুলের পরিবারের লোকজন বাঁধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে লাঠিসোটা এবং দেশীয় অস্ত্রেসস্ত্রে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে আহত হন রিয়াজুল ইসলাম, তার ছোট ভাই সিরাজুল ইসলাম ও মা রেজিয়া বেওয়া। অপরদিকে জাহাঙ্গীরের পক্ষে যাওয়া মোজাফফর মিয়া গুরুতর আহত হয়। পরে রিয়াজুলের পরিবারের লোকজন ও এলাকাবাসী জাহাঙ্গীর গংদের ধাওয়া করে এবং তাদের স্থানীয় দুটি বাড়িতে অবরুদ্ধ করে রাখে। পরে কচাকাটা থানায় খবর দিলে তিনজনকে আটক করে পুলিশ।
আহতদের মাঝে রিয়াজুলসহ তার লোকজন ভূরুঙ্গামারী এবং জাহাঙ্গিরের পক্ষের একজন নাগেশ্বরী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কচাকাটা থানার এসআই সূজা জানান, ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। রিয়াজুলসহ তার পক্ষের তিনজন আহত হয়েছে অপরপক্ষের ১জনের আহতের কথা শুনেছি।
কচাকাটা থানার অফিসার ইনচার্জ ফারুক খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে মামলা শেষে আটকদের কোর্টে প্রেরণ করা হবে।