বিশেষ প্রতিবেদক ঃ
লাইলী বেগম। কুড়িগ্রামের মহিলা সাংবাদিকতায় জ্বলজ্বলে উজ্জল নক্ষত্র। কুড়িগ্রাম জেলা প্রতিনিধি হিসাবে কাজ করছেন বৈশাখী টিভি চ্যানেল এবং দৈনিক অবজারভার পত্রিকায়। নারীরা কোনো বাধা মানবেনা। সব প্রতিবন্ধকতা লংঘন করে তারা সামনে এগিয়ে যাবে। তাদের অগ্রযাত্রায় সাথী হবে পুরুষেরা। নারীর বিজয় বৈজয়ন্তি সর্বদা উড়বে। সেদিন বেশী দুরে নয়। গত শুক্রবার রাজধানী হোটেল সোনার গায়ে বল রুমে রাধুনী কীর্তিমতি সম্মাননা অনুষ্ঠানে বক্তরা এরকম প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্ব স্ব ক্ষেত্রে সাফল্যের জন্য তিন কৃতি নারীকে দেয়া হয় রাধুনী কৃতীমতী সম্মাননা- ২০১৬। আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে তাদের হাতে সম্মাননা স্মারক ও চেক তুলে দেন কালের কন্ঠের সম্পাদক ও কথা শিল্পি এমদাদুল হক মিলন । মেট্রো পলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির এমসিসিআই সভাপতি নিহাত কবির এবং জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান করভিরাখসান্দ। তৃণমুল পর্যায়ে সমাজের নানা অসঙ্গতি-অনিয়ম , বৈষম্য-বঞ্চনার দিক গুলো নিরলসভাবে নিজের লেখায় তুল আনার জন্য কৃতিমতী সংবাদিক হিসাবে সম্মাননা পেয়েছেন কুড়িগ্রামে একমাত্র নারী সাংবাদিক লাইলী বেগম। নিজের লেখনীর মাধ্যমে সমাজের অবহেলিত নারী সমাজের সমস্যা ও সম্ভাবনার কথা বলার চেষ্টা করে যাচ্ছেন তিনি।সমাজ হিতৈসী হিসাবে পুরস্কার পেয়েছেন চট্রগ্রামের রমা চৌধুরী, নারী উদ্যোক্তা হিসাবে পুরস্কার পেয়েছেন নুরুন্নাহার বেগম। এই তিন নারীকে আমাদের লাল স্যালুট। স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিঃ এঅনুষ্ঠানের আয়োজন করে।