স্টাফ রিপোর্টার
কুড়িগ্রামে অনলাইন জুয়ার অবৈধ সফটওয়্যার ডেভেলপারসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী, রংপুর ও দিনাজপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।
৯ মার্চ বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম পুলিশ লাইন্স হলরুমে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান, উত্তর বঙ্গের অনলাইন জুয়ার সফটওয়্যার ডেভেলপার সুজন মিয়াসহ অনলাইন জুয়ার মুল হোতা আবুল কালাম ও ভবানী রায়কে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ল্যাপটপ ও বিভিন্ন সিম কার্ড ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ সুপার জানান, চক্রটি উত্তর বঙ্গসহ দেশের বিভিন্ন এলাকায় অনলাইনে জুয়ার সফটওয়্যার বিক্রি ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তাদের কার্যক্রম চালিয়ে আসছে। এতে হাজার হাজার যুবক অনলাইন জুয়ায় লক্ষ লক্ষ টাকা বাজিতে হেরে সর্বশান্ত হচ্ছে। বিষয়টি প্রশাসনের নজরে আসায় তারা তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে গ্রেপ্তার করতে সক্ষম হয়।