||জি এম রাঙ্গা।।
০৮ নভেম্বর বরিবার সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে একটি প্রশিক্ষণার্থী ব্যারাক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। উক্ত কাজটি উদ্বোধন করেন কুড়িগ্রাম আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ শফিউল আযম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি রংপুর রেঞ্জ দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, জেলা আনসার ও ভিডিপি দপ্তরের হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা ও অন্যান্য ব্যাটালিয়ন সদস্যগণ। নির্মাণ কাজ উদ্বোধন শেষে তিনি বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন।