কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে কুড়িগ্রাম প্রেসক্লাবে সৈয়দ শামসুল হক মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দি হাঙ্গার প্রজেক্ট ও দি এশিয়া ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এবং নাগরিক সংগঠন সুজন-সুশাসনের জন্য নাগরিক’র আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু।
এসময় বক্তব্য রাখেন সাবেক সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, জেলা সনাক সভাপতি রওশন আরা চৌধুরী, জীবিকার পরিচালক মানিক চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হারুন-অর-রশীদ মিলন, দি হাঙ্গার প্রজেক্টের রংপুর বিভাগীয় প্রতিনিধি রাজেশ দে, অনুষ্ঠানের আহবায়ক সাংবাদিক হুমায়ুন কবির সূর্য প্রমুখ। অনুষ্ঠানে কী-নোট উপস্থাপন করেন সুব্রতা রায়।