কুড়িগ্রাম প্রতিনিধি;
কুড়িগ্রামে আন্ত:উপজেলা এ্যাথলেটিক্স ও গ্রামীন খেলা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনভর কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে ক্রীড়া পরিদপ্তরের ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিস এই উৎসবের আয়োজন করে।
অনুষ্ঠানের উদ্বোধন ও পুরষ্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার রায়। এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক স্ঈাদ হাসান লোবান, জেলা ক্রীড়া অফিসার মো. আকরাম হোসাইন প্রমুখ। উক্ত ক্রীড়া উৎসবে জেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩০ জন শিক্ষার্থী অংশগ্রহন করে।
প্রতিযোগিতায় ইভেন্টের মধ্যে ছিল দৌড়, চাকতি নিক্ষেপ, দড়ি লম্ফ, বিস্কিট দৌড়, গোলক নিক্ষেপ, উচ্চ লম্ফ, মোরগ লড়াই, ব্যাঙ্গলাফ, ভারসাম্য লাফ, বল পাচার, মিউজিক্যাল চেয়ার খেলা প্রভৃতি।
উৎসবে অংশগ্রহনকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে, রিভারভিউ উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়, আমিন উদ্দিন দাখিল মাদ্রাসা, বালাকুড়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা, এম.এ সাত্তার উচ্চ বিদ্যালয়, ঘোগাদহ মালেকা খাতুন উচ্চ বিদ্যালয়, আজিরন নেছা বালিকা দাখিল মাদ্রাসা, উলিপুর এম.এস স্কুল ও নীলারাম স্কুল এন্ড কলেজ।