কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম কালেক্টরেট সভা কক্ষে দৈনন্দিন খাদ্যে আয়োডিনের স্বল্পতা নিরসনে প্রয়োজনীয়তা ও আমাদের করণীয় শীর্ষক এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বিসিক-এর আয়োজনে মঙ্গলবার দিনব্যাপি সংলাপে জেলা প্রশাসক খান মো: নুরুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিসিক চেয়ারম্যান মোস্তাক হোসেন মো: ইফতেখার। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. বোরহান উদ্দিন, সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, কুড়িগ্রাম প্রেস ক্লাব সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, কুড়িগ্রামের বিসিকের উপ পরিচালক মোকবুল হোসেন প্রমূখ।
সংলাপে বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশে আয়োডিনের অভাব জণিত সমস্যার ঝুকিতে আছে প্রায় ৭ কোটি মানুষ। এ সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের পাশাপাশি লবন উৎপাদন ও বিপনে বিশেষ আইন প্রনোয়ন ও তার বাস্তবায়নের উদ্যোগের সুপারিশ উঠে আসে।