হুমায়ুন কবির সূর্য্য, কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে জেলা প্রশাসক কার্যালয়ে ইনোভেশন গ্যালারীর উদ্বোধন ও জেলা পর্যায়ের কর্তকর্তাদের সাথে মববিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় গ্যালারী উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান এনডিসি।
পরে জেলা প্রশাসক স্বপ্নকুঁড়ি রিসোর্স সেন্টারে জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন’র সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা পরিষদ সচিব আলেয়া বেগম, জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. আবু মো. জাকিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক ড: মোস্তাফিজুর রহমান প্রধান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।
এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জেলা প্রশাসক ক্যাম্পাসে বৃক্ষরোপন, প্রবিণ মুক্তিযোদ্ধাকে অর্থ প্রদান এবং বিশেষ সম্প্রদায়ের একজনকে রিক্সা বিতরণ করেন।
আলোচনা অনুষ্ঠান শেষে জেলা প্রশাসন কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন স্রোতবহা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবশেন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন