কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে ঈদুল আজহা ও করোনাকালিন সময়ে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে ৭শতাধিক অসহায় ও দু:স্থ পরিবারকে ৫শ’ টাকা হিসেবে ৩লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম পৌরসভা চত্বরে ইদ উত্তর এসব নগদ অর্থ বিতরণ করা হয়।
কুড়িগ্রাম পৌরসভার উদ্যোগে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরমেয়র কাজিউল ইসলাম, কুড়িগ্রাম জেলা তথ্য অফিসের উপপরিচালক নুরন্নবী খন্দকার, কাউন্সিলর রোস্তর আলী তোতা প্রমুখ।
কুড়িগ্রাম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের লোকজনকে তালিকাভুক্ত করে এসব অর্থ বিতরণ করা হয়। ইদের পূর্বে পর্যায়ক্রমে ৭হাজার পরিবারকে অর্থ বিতরণ করা হবে বলে পৌর মেয়র কাজিউল ইসলাম নিশ্চিত করেছেন।