কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে করোনাকালিন বিপর্যয়ের সময় জেলা বাসদের উদ্যোগে কমিউনিটি কিচেন কার্যক্রমের মাধ্যমে খাবার তুলে দেয়া হচ্ছে অভূক্ত ছিন্নমূল মানুষদের হাতে। রবিবার বিকেলে শহরের ডাকবাংলা পাড়ায় ২শতাধিক মানুষের হাতে খাবার তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন বাসদের জেলা সমন্বয়ক ফুলবর রহমান, কমরেড দুলাল বোস, কামাল হোসেন, জাহাঙ্গীর আলম, রোকনুজ্জামান রুকু, মোসলেহ, আব্দুল মালেক, আয়াত, গোলজার আহমেদ, পাপেল আহমেদ, দিগন্ত, প্রিয়া প্রমুখ।
জেলা বাসদের উদ্যোগে গত দিনদিনে পৌরসভা এলাকার নিমবাগান, শাপলা চত্বর, জিয়াবাজারসহ ৫০৬জন ছিন্নমূল, শ্রমজীবী ও পথচারীদের মাঝে খাবার হিসেবে খিচুড়ি, সবজি ও ডিম বিতরণ করা হয়।
বাসদ কর্মীরা সচেতন মানুষদের কাছ থেকে খাদ্যদ্রব্য ও অর্থ সংগ্রহ করে করোনাকালিন সময় পর্যন্ত কমিউনিটি কার্যক্রম চলমান রাখবেন বলে জানান।