কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামে করোনা পরিস্থিতিতে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

সোমবার সকালে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে দুই শতাধিক পরিবার এ খাদ্য সামগ্রী গ্রহণ করে। রিক্সা চালক, ভ্যানগাড়ি চালক, বাস শ্রমিক ও দিনমজুরসহ বিভিন্ন কর্মহীন মানুষের মাঝে আটা সুজি, চিনি সাবান ও শিশু খাদ্য সহায়তা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি জ্যোতি আহমদ, সাধারণ সম্পাদক দুলাল বোস, সাম্প্রতিক কুড়িগ্রামের সভাপতি শাহানুর রহমান, প্রচ্ছদ কুড়িগ্রামের সহ-সভাপতি ইমতে আহসান শিলু, ঐতিহ্য কুড়িগ্রামের সভাপতি সোলায়মান বাবুল, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক সাতকুড়ি রায় নিলু, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ইউসুফ আলমগীর, সাংস্কৃতিক সংগঠক শাহানাজ বেগম নাজু, বিপ্লব তরফদার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *