নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামের উলিপুর উপজেলার পৌর এলাকায় একটি স্কুল থেকে রওশন কবীর (৫৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রওশন কবীর কুড়িগ্রামের উলিপুর শহরের প্যারাগন কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক বলে জানা গেছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ওই স্কুল থেকে নিহত রওশনের মরদেহ উদ্ধার করে থানায় পুলিশ।
স্থানীয়রা জানায়, ওই পরিচালক স্কুলেই থাকতো সকালে স্থানীয় লোকজন স্কুলের ভেতরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে দেখে মনে হচ্ছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।