কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে কুড়িগ্রামে জেলা বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রবিবার দুপুরে পুরাতন পোষ্ট অফিস পাড়াস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করলে বিপুল সংখ্যক পুলিশ মিছিলে বাঁধা দেয়।পরে বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুর রহমান রানা, সিনিঃ সহ সভাপতি আবু বকর সিদ্দিক, সহ সভাপতি মোস্তাফিজার রহমান,জহুরুল আলম, সিনিঃ যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সাধারন সম্পাদক আলতাফ হোসেন, হাসিবুর রহমান হাসিব, যুগ্ম সম্পাদক এস,এম,আশরাফুল হক রুবেল, রবিউল আলম সৈকত,সহ সাধারন সম্পাদক ইদ্রিস আলী,সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু প্রচার সম্পাদক আব্দুর রহিম শামিম, যুব বিষয়ক সম্পাদক নজিবুর রহমান লেলিন,ছাত্র বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম তারা,সদর থানা বিএনপি সাধারন সম্পাদক মাহবুব হোসেন, সাংগঠনিক সম্পাদক আহসান কবির লিখন, পৌর বিএনপি সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গির বিপ্লব, জেলা যুবদল সভাপতি রায়হান কবির,সাধারন সম্পাদক নাদিম আহমেদ, স্বেচ্ছাসেবকদল সভাপতি আবু হানিফ বিপ্লব,জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান প্রমুখ ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিশেষমহলের ইশারায় জামিন আবেদন খারিজ করে বেগম খালেদা জিয়ার মুক্তি আটকে রাখা হয়েছে। অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবী করেন ।