কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নদী ভাঙন রোধে চলমান প্রকল্পের কাজে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে কুড়িগ্রাম পাউবো’র কার্য সহকারী সরাফাত আলী (৫২) কে বেদম মারপিট করেছে সন্ত্রাসীরা। এসময় তাকে বাঁচাতে হামলার শিকার হয়েছে আরও ৩ শ্রমিক।

শনিবার (২৬ জুন) সকালে সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের ভাটলার পাড় স্লুইস গেটে এই ঘটনা ঘটে।

এই হামলার ঘটনায় কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় শাহজামাল, আজিজুল ইসলাম ও এরশাদুলসহ অজ্ঞাত ৭/৮জনের নামে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ঘটনার পর আহত ৩জনকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, চাঁদার দাবিতে কর্মচারীকে আহত করার ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যাপারে দ্রুত তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *