হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধি: ২৩-০১-২০২৫
কুড়িগ্রামে জেন্ডার- সমতা ও জলবায়ু জোট’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের অভিনন্দন কনভেনশন সেন্টারে সভার উদ্বোধন করেন বিশিষ্ট চিকিৎসক ডা: আমিনুল ইসলাম। সভায় সিনিয়র সাংবাদিক শফি খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন এড. আহসান হাবীব নীলু, অধ্যক্ষ প্রতিমা চৌধুরী, ব্র্যাক জেলা সমন্বয়ক সৈয়দ ফাহিদ হাসান, ফ্রেন্ডশীপ’র আঞ্চলিক সমন্বয়কারী আব্দুস সালাম, এএফএডি’র নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন প্রমুখ।
বেসরকারি সংস্থা মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির আয়োজনে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া) প্রকল্পটি কুড়িগ্রাম সদর উপজেলার পাচ্ছি ও যাত্রাপুর ইউনিয়নে কার্যক্রম বাস্তবায়ন করছে।
আয়োজকরা জানান, কিশোরী ও যুবতীদের ক্ষমতায়নে ১৪টি গ্রামে ৫০০জন মাকে নিয়ে বৈঠক করা হয়েছে, স্কুলে ক্যাম্পেইনের মাধ্যমে নারী শিশুদের জ্ঞানভিত্তিক চর্চার অনুশীলন করা, শরীরচর্চা গঠনে নারীর ফুটবল টিম গঠন ও অনুশীলন, ২০জন কিশোরীকে নিয়ে কারাতে প্রশিক্ষণ, ওয়ার্ডে ওয়ার্ডে নারী নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন, জবাবদিহিমূলক মুখোমুখি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এছাড়াও আগামীতে সরকারি কর্মকর্তাদেরকে নিয়ে পাবলিক হেয়ারিং এর কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানানো হয়।