আশরাফুল হক রুবেল,কুড়িগ্রাম প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৫ তম কারাবন্দি দিবস পালন করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি। রবিবার দুপুরে দাদামোড়স্থ জেলা বিএনপি কার্যালয়ে এ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলাম এর সভাপতিত্বে অনষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি শফিকুল ইসলাম বেবু, যুগ্ম সাধারন সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ,যুগ্মসম্পাদক আশরাফুল হক রুবেল,আলতাফ হোসেন,সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল
আজিজ,সাধারন সম্পাদক মাহবুবুর রহমান,নাগেশ্বরী উপজেলা বিএনপির সভাপতি গোলাম রসুল রাজা,উলিপুর উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিয়া,ফুলবাড়ী উপজেলা বিএনপির সম্পাদক আব্দুল মান্নান,রাজারহাট উপজেলা বিএনপি সভাপতি আনিসুর রহমান,চিলমারী উপজেলা বিএনপি সিনিঃ সহসভাপতি আবু হানিফা,কুড়িগ্রাম পৌর বিএনপি সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গীর,জেলা যুবদল সাধারন সম্পাদক নাদিম আহমেদ,স্বেচ্ছাসেবকদলের সাধারণসম্পাদক আল হামিদুজ্জামান হামিদ,জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান ও সাধারন সম্পাদক হাসান যোবায়ের হিমেলসহ বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন,তারেক রহমানকে এক এগারোর সরকার মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে নিয়ে হত্যা করতে চেয়েছিল। আর বর্তমান সরকার সেইসব সাজানো মামলায় তাকে হয়রানি করছে।