কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামে দুর্নীতি প্রতিরোধ কমিটির মহাপরিচালক(প্রতিরোধ) হাসান মাহমুদ রবিবার বিকাল ৩ টায় কুড়িগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে মত বিনিময় সভায় অংশ নেন। জেলা প্রশাসনের আয়োজনে মত বিনিময় সভায় সরকারী বেসরকারী ও পেশাজীবি সংগঠনের প্রতিনিধিরা অংশ গ্রহন করেন। এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন,পুলিশ সুপার মেহেদুল করিম,কুড়িগ্রাম বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার,ডিডিএলজি রফিকুল ইসলাম সেলিম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান,সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম,প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হারুন-উর-রশীদ মিলন, প্রমুখ। বক্তারা বিভিন্ন সরকারী-বেসরকারী বিভাগে দুর্ণীতি প্রতিরোধ করার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান।