কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে ভিন্ন ঘটনায় অপহরণের স্বীকার দুই কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গাজীপুর জেলা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ও এজাহার সুত্রে জানা যায়, প্রায় ৩ মাস আগে গত ১৫ মার্চ কুড়িগ্রাম সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের সাবু মিয়া-শাহজাদী বেগম দম্পতির এক কন্যা প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয়। এরপর ঐ কিশোরীকে প্রেমের ফাঁদে ফুসলিয়ে অপহরণের অভিযোগ এনে কুড়িগ্রাম সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন সাবু মিয়া-শাহজাদী বেগম দম্পতি। মামলায় একই গ্রামের মৃত আব্দুল কাদের এর পুত্র মো. জাবেদ আলী সহ তার পরিবারের মোট চারজনকে আসামি করা
এরপর নিখোঁজ কিশোরীকে গাজীপুর মেট্রোপলিটন এর আওতাধীন কোনাবাড়ী থানা এলাকা হতে কোনাবাড়ী পুলিশের সহায়তায় আমবাগ এলাকা হইতে উদ্ধার করে পুলিশ।

পৃথক ঘটনায় চলতি মাসের ৫ই জুন সকালে কুড়িগ্রাম সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের হাসান আলীর(৪৫) মেয়ে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হন। এরপর তিনি ও তার পরিবার মেয়ের অপহরণের বিষয়টি নিশ্চিত হলে কুড়িগ্রাম সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে কিশোরীর পরিবার। এই মামলায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বালাশী গ্রামের মো. ফজলুল হক’র পুত্র শরিফুল ইসলামকে আসামি করা হয়।এরপর তথ্য ও প্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে দুই মামলায় উল্লেখিত ভিকটিম এবং আসামী গাজিপুর জেলায় অবস্থান করছে। এরপর পুলিশের পৃথক অভিযানে গাজীপুর জেলা থেকে অপহরণকারী শরিফুল ইসলাম (টফেল)কে গ্রেফতার সহ অপহরণের স্বীকার দুই কিশোরীকে উদ্ধার করে শনিবার দুপুরে কুড়িগ্রাম সদর থানায় হাজির হয় পুলিশ।

এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনর্চাজ খান মো.শাহারিয়ার বলেন,এ ঘটনায় অপহরণকারী আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *