কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার ও মোবাইল ফোনে প্রশ্নপত্র আদান প্রদানের অপরাধে ৮ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন,সদরের পৌর এলাকার সবুজ পাড়ার হায়দার আলী মেয়ে হাবিবা সুলতানা, হাসপাতাল পাড়ার ওয়াহেদ আলীর মেয়ে ওয়ারিন্নাহার,নাজিরা মুন্সি পাড়ার মকবুল হোসেনের মেয়ে মৌসুমী বেগম,নাজিরা কামার পাড়ার ফিকির উদ্দিন মজিবের পুত্র আব্দুর রহিম রাসেল, আব্দুল জলিলের দুই পুত্র আব্দুল্লাহ আল ফারুক ও শিবলী নোমান,রাজারহাট উপজেলার চাকিরপশার এলাকার বদিউজ্জামানের মেয়ে ফাতেমা বেগম,এবং চিলমারীর বহরের ভিটার জয়নাল আবেদীনের মেয়ে শাহানাজ খাতুন।
আটকের ঘটনা নিশ্চিত করে জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন জানান,নিয়োগ পরীক্ষার জন্য সরকার কঠোর অবস্থান গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করে অসাধু উপায়ে পরীক্ষা দেবার অভিযোগে ৮জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেও বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শুক্রবার সকাল ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত পরীক্ষা চলাকালীন সময়ে ৫টি কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়।
জেলায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৩৫টি কেন্দ্রে ২৪ হাজার ৯শ ১৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।
অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম জানান, আটককৃতদের সাথে প্রশ্নপত্র ফাঁসকারী কোন চক্র জড়িত আছে কিনা সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *