হুমায়ুন কবির সূর্য্য, কুড়িগ্রাম :
সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও ৩ লাখ ২৮ হাজার ৯২জন শিশুকে ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি উদ্বোধন করা হয়। শনিবার সকালে পৌর এলাকার সেনের খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা পারভীন।
এসময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম, জেনারেল হাসপাতালের ত্বত্তাবধায়ক ডা.আনোয়ারুল হক প্রামাণিক, পরিবার পরিকল্পনা অফিসের উপ-পরিচালক ডা. নজরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী, সদর হাসপাতালের স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এড. আহসান হাবীব নীলু প্রমুখ।
এবার জেলার ৯ উপজেলায় ভিটামিন ‘এ’ক্যাপসুল ক্যাম্পেইন কর্মসূচিতে ৬ থেকে ১১মাস বয়সি শিশু ৩৫ হাজার ১৫২ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশু ২ লাখ ৯২ হাজার ৯৪০ জন শিশুকে ভিটামিন ‘এ’ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
ক্যাম্পেইন সফল করতে ১৮৭৮টি কেন্দ্রে ২২৮ জন সুপারভাইজার, ৪৪৮জন স্বাস্থ্যকর্মী, ২৩৮জন পরিবার পরিকল্পনা কর্মী এবং ৩ হাজার ৭৫৬ জন স্বেচ্ছাসেবক কর্মী নিয়োগ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন