কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
কুড়িগ্রামে ২ শতাধিক মাদক ব্যবসায়ী ও মাদকসেবী মাদক ব্যবসা ও মাদক সেবন না করার শপথ গ্রহন করেছে।
সোমবার সন্ধায় পুলিশ বিভাগের উদ্যোগে কুড়িগ্রাম স্টেডিয়ামে জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী এ শপথ ব্যাক্য পাঠ করান। এসময় জেলা পুলিশ সুপার মেহেদুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজুল আলম, মাদক দ্রব্য অধিদপ্তরের পরিদর্শক আবু রায়হানসহ জেলার ৯ থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।
জেলার ৯ উপজেলার ২ শতাধিক মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করেন।
পুলিশ সুপার মেহেদুল করিম জানান, মাদকসেবী ও ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন