কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৮ জন অাসামীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ ও জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা মাদক ও ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন অপরাধের আসামি।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে এ তথ্য জানিয়েছেন কুড়িগ্রাম জেলা পুলিশ।
জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে জিআর মামলার ওয়ারেন্টে ০৩ জন আসামিকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে চিলমারী থানায় একজন, রৌমারী থানায় একজন, কচাকাটা থানায় একজন।
এছাড়াও সিআর ওয়ারেন্ট মুলে সদর থানায় একজন, ভুরুঙ্গামারী থানায় একজন, রৌমারী থানায় তিনজন, নিয়মিত মামলায় পাঁচজন, পূর্বের মামলায় তিনজন, ৩৪ ধারায় দুইজনসহ গত ২৪ ঘন্টায় মোট ১৮ জন অাসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
এবিষয়ে কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান চলমান রয়েছে। গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে মাদক ও ওয়ারেন্টসহ বিভিন্ন অপরাধে ১৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।