মনজুরুল ইসলাম,এশিয়ান বাংলা নিউজঃ
শিক্ষা প্রতিষ্ঠানে যৌনহয়রানী,বাল্যবিবাহ,আত্মহত্যা প্রবনতা ও পারিবারিক নির্যাতন বন্ধে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১৮ এপ্রিল ২০২২ খ্রি. কুড়িগ্রাম সদর থানা কতৃক আয়োজিত বালিকা মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে সকাল ১০টায় কুড়িগ্রাম সদরের আল-জাওহার বালিকা মাদ্রাসা ও সকাল ১১টায় ব্যাপারীপাড়া গোলজারিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি, বাল্যবিবাহ,আত্মহত্যা প্রবনতা ও পারিবারিক নির্যাতন বন্ধে বিস্তারিত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।

এসময় পুলিশ সুপার, মতবিনিময় সভায় উপস্থিত সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি, বাল্যবিবাহ,আত্মহত্যা প্রবনতা ও পারিবারিক নির্যাতন বন্ধ সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বিশেষ সতর্কতা অবলম্বন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং যে কোন আইনি সহায়তায় পুলিশ সুপারকে অবগত করা সহ জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল করে পুলিশের সেবা গ্রহন করার অনুরোধ করেন। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কুড়িগ্রাম সদর সার্কেল মোঃ জিয়াউর রহমান, কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ারসহ সংশ্লিষ্ট মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *