ইউসুফ আলমগীরঃ
কুড়িগ্রামে শনিবার পুলিশের কনস্টবল পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। সকাল ৯টা থেকে কুড়িগ্রাম পুলিশ লাইনে এই প্রক্রিয়া শুরু হবে। পর্যায় ক্রমে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ সম্পন্ন করবে পুলিশ বিভাগ। এ নিয়োগকে কেন্দ্র করে একাধিক প্রতারক চক্র নিয়োগ বাণিজ্যের নামে কোটি টাকার হাতিয়ে নেয়ার মিশনে নেমেছে বলে শোনা যাচ্ছে। এদিকে প্রতারক চক্র ঠেকাতে মাঠে নেমেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
কুড়িগ্রাম পুলিশ সুপার কার্যলয় সুত্রে জানা গেছে, এই নিয়োগের জন্য ৩টাকা মূল্যের ভর্তি ফরম এবং ১শত টাকার সরকার কৃর্তক চালান ফি ছাড়া অন্য কোনো বিষয়ে অর্থ ব্যয় করতে হবে না।
অভিযোগ আছে, প্রতিবারই পুলিশের লোক নিয়োগকে কেন্দ্র করে কয়েকটি চক্র প্রতারণার আশ্রয় নিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। সেই অভিযোগ আমলে নিয়ে এবার যাতো কেউ প্রতারণা করতে না পারে এ জন্য কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় জেলা পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক মাইকিং করা হয়েছে। এছাড়াও জেলা পুলিশ বিভিন্ন হাট বাজারে লিফলেট বিতরণ করেছে।
লিফলেটে জানানো হয়,প্রতারক ও দালাল চক্রের খপ্পরে পড়লে কিংবা তাদের সমন্ধে কোনো তথ্য পেলে পুলিশ সুপার (০১৭১৩-৩৭৩৯২০), অতি: পুলিশ সুপার (০১৭১৩-৩৭৩৯২১), অতি: পুলিশ সুপার সদর (০১৭১৩-৩৭৩৯২২) কে ফোন করে জানানোর আহ্বান জানানো হয়েছে।
এ ব্যাপারে জনসচেতনতার জন্য কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম -এর বক্তব্যের একটি ভিডিও চিত্র স্থানীয় কুড়িগ্রাম ক্যাবল নেটওয়ার্ক KCN দিনভর সম্প্রচারিত হচ্ছে। এছাড়াও বক্তব্যর ভিডিটি Kurigram News -এর ফেসবুক পেজে আপ করা হয়।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, যোগ্যতা এবং মেধাই পুলিশ নিয়োগের প্রধানতম শর্ত। আর সেই শর্ত পুরন করতে পারলেই আপনার সন্তান পুলিশে ভর্তির সুযোগ পাবে। কোনো অভিভাবকই কারো মিথ্যা প্ররোচনায় বিশ্বাস করবেন না। আমরা মেধাবী ও যোগ্যতার ভিত্তিতে একটি দক্ষ পুলিশ বাহিনী গড়ে তুলতে চাই।