কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
কুড়িগ্রামে ইষ্ট ওয়েষ্ট মিডিয়া গ্রæপের উদ্যোগে শীতার্তদের মাঝে ৬ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে ব্রহ্মপূত্র পাড়ের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের আরডিআরএস ফেডারেশন ও চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বয়স্কদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, প্রবীণ শিক্ষক ও কালেরকণ্ঠ শুভসংঘের সভাপতি খন্দকার খায়রুল আনম, হাতিয়া ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মাষ্টার, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান মনজুরুল ইসলাম, রাণীগঞ্জ ইউনিয়ন আওয়ামীরীগের সভাপতি আয়নাল হক, সাধারণ সম্পাদক আব্দুর রহিম জাহাঙ্গীর, উলিপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোস্তাফিজার রহমান ভুট্টু, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি আব্দুল খালেক ফারুক, নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি হুমায়ূন কবির সূর্য্য, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি তুহিন আখতার, উলিপুরের সাংবাদিক রোকনুজ্জামান মানু, শুভসংঘের সদস্য রিপন সরকার, শফিকুল ইসলাম প্রমুখ।
ব্রহ্মপুত্র পারের হাতিয়া মেলা গ্রামের ৮০ বছরের বৃদ্ধা সুরুতজন ইষ্ট ওয়েষ্ট মিডিয়ার দেয়া কম্বল হাতে পেয়ে বলেন, ‘যে জার পড়ছে। জীবনটা কোনবেলা বা যায়। তোমার কম্বলটা পায়া মোর খুব উপকার হইল। যে কয় দিন বাঁচি আছি, কম্বলটা গায়োত দিমো।’ সুরতজনের স্বামী ৭১-এ হাতিয়া গণহত্যায় শহীদ হন। সেই থেকে বাঁধের ধারে অতি কষ্টে তার দিন কাটছিল। তার মতো একই গ্রামের খুকি বেগম, অনন্তপুর গ্রামের হাছেন আলী ও জয়নালসহ অনেক অশীতিপর বৃদ্ধ ও বৃদ্ধা তীব্র শীতে কম্বল পেয়ে প্রায় অভিন্ন অনুভূতি ব্যক্ত করে। তীব্র শীতে শীত নিবারণের জন্য একটি করে কম্বল পেয়ে খুশি সবাই।