কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে শীতের তীব্রতা জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গুড়ি গুড়ি বৃষ্টির মতো করে পড়ছে শীত। এতে করে চারদিকে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ছে। শীত আর কুয়াশায় চরাঞ্চলবাসীসহ নিম্ন আয়ের শ্রমজীবি মানুষজন দুভোর্গে পড়েছে। কুয়াশাচ্ছন্ন সকাল থেকে সূর্য্যের দেখা মিলছেনা। এতে করে রাস্তা-পথে মানুষের আনা উপস্থিতি খুবই কম। ঠান্ডা বৃদ্ধি পাওয়ায় বৃদ্ধ-শিশুদের শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে।
রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সুবল চন্দ্র সরকার জানান, রবিবার সকালে জেলায় সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস। চলতি মাসে তাপমাত্রা আরো কমে যাবে বলে তিনি জানান।
চলতি শীত মোকাবেলায় হতদরিদ্রের জন্য কুড়িগ্রাম থেকে এক লাখ কম্বল বরাদ্দ চেয়েছে জেলা ত্রাণ ও পূণর্বাসন শাখা। মজুদ ৩৫ হাজার কম্বল ৯টি উপজেলায় বিতরণ করা হয়েছে। এছাড়াও মন্ত্রণালয় হতে ৫৪লাখ টাকা উপজেলায় পর্যায় শীতবস্ত্র ক্রয়ের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। শুকনা খাবার বরাদ্দ মজুদ রয়েছে ৯হাজার প্যাকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *