হুমায়ুন কবির সূর্য্য, কুড়িগ্রাম থেকে :
‘কাউকে পেছনে রাখা যাবে না। সকলের জন্য সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিতে চাই পানি খাতে সুশাসন ও দুর্নীতি নিয়ন্ত্রণ।’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রাম সচেতন নাগরিক কমিটি-সনাক মানববন্ধন ও সমাবেশ করেছে। রোববার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টাব্যাপি মানববন্ধন করা হয়। এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম সনাক সভাপতি রওশন আরা চৌধুরী, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এড.আহসান হাবীব নীলু, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক প্রতিমা চৌধুরী, স্বজন সমন্বয়কারী খায়রুল আনম, টিআইবি কুড়িগ্রামের এরিয়া ম্যানেজার সৌমেন দাস প্রমুখ।
বক্তারা, পানির অপচয় ও পানি দুষন রোধে বিভিন্ন করণীয় দিক তুলে ধরেন। পরে পানি সম্পদ খাতে সুশাসন চিহ্নিতকরণে কিছু চ্যালেঞ্জ ও টিআইবি’র পক্ষে ৭টি দাবি সম্বলিত প্রচারনাপত্র বিলি করা হয়।