কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে সড়ক দূর্ঘটনা রোধ, যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
বুধবার(১৯ অক্টোবর) সকালে জেলা পুলিশের উদ্যোগে যানবাহন চলাচলে সড়কে শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনে সচেতনতামূলক কার্যক্রমে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জাফর আলী, প্যানেল মেয়র মোঃ তোতা মিয়া, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান, সদর থানা অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার, টিআই মোঃ মোস্তাফিজুর রহমান, সাংবাদিক সফি খান প্রুমুখ।
এসময় পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন , কুড়িগ্রাম শহরকে কিভাবে অধিকতর সুন্দর শৃঙ্খলাপূর্ণ ও নিরাপদ করা যায়, সে বিষয়ে বিভিন্ন জনের মতামত নেয়া হয়েছে। সকলের সম্মিলিত সহযোগিতায় আলোকিত কুড়িগ্রাম আরো প্রত্যয় দীপ্ত, দীপ্তিমান হবে বলে মনে করছি।