কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ বিভিন্ন অপরাধে ১৩ জনকে আটক করেছে পুলিশ।
জেলা পুলিশ জানায়, বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে জিআর ওয়ারেন্ট মুলে উলিপুর-১, ফুলবাড়ী ১, সিআর ওয়ারেন্ট মূলে রাজারহাট- ১, কচাকাটা- ২, সাজা সিআর ওয়ারেন্ট মূলে ১ জন, নিয়মিত মামলায় ৬ জন, ১৫১ ধারায় ১ জনসহ মোট ১৩জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান, জেলাজুড়ে মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। যেকোন অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছে কুড়িগ্রাম জেলা পুলিশ।