বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি!!

করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কুড়িগ্রাম পুলিশ বিভাগ মহাসড়কে চলমান পরিবহনগুলোতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে।  

শনিবার (১৩ জুন) সকালে কুড়িগ্রাম শহরের জিরো পয়েন্ট শাপলা চত্বরে কার্যক্রম শুরু করেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান।  

এসময় জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর বকসী ও মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মজিদুল ইসলাম সরদার উপস্থিত ছিলেন।  

করোনা প্রতিরোধে দূর পাল্লার পরিবহনগুলোতে যাতে অতিরিক্ত ভাড়া আদায় করা না হয় এবং সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রি পরিবহন করা হয় এজন্য ক্যাম্পেইনের পাশাপাশি লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়। সেই সাথে ফিটনেসবিহিন গাড়ি, হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র আছে কিনা তা যাচাই করা হয়। এ অভিযান চলমান থাকবে বলে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *