কুড়িগ্রাম প্রতিনিধি :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলিগের যুগ্ম সাধারণ সম্পাদক ডঃ হাসান মাহমুদ এমপির জন্মদিন ঘটা করে পালন করেছে কুড়িগ্রাম প্রেসক্লাব।।
শনিবার রাতে কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে কেক কাটেন সাংবাদিক নেতৃবৃন্দ। এর আগে মন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়। মন্ত্রীর রাজনৈতিক জীবনের সারমর্ম তুলে ধরে অনুষ্ঠানের আয়োজক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ ম আতাউর রহমান বিপ্লব মহান এই সাংবাদিক বান্ধব মানবিক মানুষটির সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চান।
জন্মদিনের শুভেচ্ছা ও দীর্ঘ জীবন কামনা করে আলোচনা করেন জেলা তথ্য অফিসের উপ পরিচালক নুরুন্নবী খন্দকার বাবলা , প্রেসক্লাব সভাপতি অ্যাড: আহসান হাবীব নীলু, সহসভাপতি রেজাউল করিম রেজা,সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, ও সাংবাদিক নেতা এবি সিদ্দিক,রাজু মোস্তাফিজ, গোলাম মাসুদ, শাহীন আহমেদ, জীবিকার পরিচালক মানিক চৌধুরী প্রমূখ।