স্টাফ রিপোর্টার,এশিয়ান বাংলা নিউজঃ
কুড়িগ্রাম জেলায় শীতের তীব্রতা তুলনামূলকভাবে বৃদ্ধি পাওয়ায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) উপ-শাখা সীপকস এর ব্যবস্থাপনায় শীতবস্ত্র বিতরণের মহতী উদ্যোগ গ্রহণ করা হয়। এরই প্রেক্ষিতে ১৫ জানুয়ারি ২০২৫ তারিখ কুড়িগ্রাম ব্যাটালিয়নের অভ্যন্তরে উপ-শাখা সীপকস প্রাঙ্গনে শীতার্ত হতদরিদ্র ও অসহায় জনসাধারণের মধ্যে ২০০ টি কম্বল বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপ-শাখা সীপকস, কুড়িগ্রাম এর সাধারণ সম্পাদিকা মিসেস পাপিয়া চৌধুরী প্রধান অতিথি হিসেবে শীতার্ত জনসাধারণের মধ্যে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন। এ সময় প্রধান অতিথি বলেন, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং অসহায় ও হতদরিদ্র জনসাধারণের পাশে বিজিবি সবসময় পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। শীতার্ত হতদরিদ্র ও অসহায় জনসাধারণ কম্বল পেয়ে বিজিবি ও উপ-শাখা সীপকস এর প্রতি ইতিবাচক মনোভাবসহ সন্তুষ্টি প্রকাশ এবং ভূয়সী প্রশংসা করেন।