কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের এপ্রোচ সড়কের ডিভাইডার ও গোল চত্ত্বরে পরিবেশবাদী সামাজিক সংগঠন ‘অরণ্য’ তিন শতাধিক টগর ফুলের চারা রোপন করা হয়েছে।
শুক্রবার(২ জুলাই) সকাল ১১ টায় “তরুণ হবে সচেতন বিশ্ব হবে সবুজায়ন” এই শ্লোগানে পরিবেশবাদী সামাজিক সংগঠন অরণ্যের উদ্যোগে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের এপ্রোচ সড়কের ডিভাইডার ও গোল চত্ত্বরে তিন শতাধিক টগর ফুলের চারা রোপন করা হয়। চারা গুলো রোপনের শুভ উদ্বোধন করেন সংগঠনটির উপদেষ্টা মোঃ মনছুর আলী।
এসময় অরণ্যের সহ-সভাপতি মোঃ সোহানুর রহমান সোহান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আকাশ, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান ফারুক, কোষাধ্যক্ষ জামিউল ইসলাম, টাইম বাংলা নিউজ.কম এর জেলা প্রতিনিধি মোঃ আব্দুল কাদের, ইউপি সদস্য আলমগীর কবীর, যুবনেতা নুর আলম প্রমুখ।
উপস্তিত ছিলেন।
এবিষয়ে অরণ্যের সভাপতি মোঃ জুয়েল জানান, আগামীতে টগর ফুলের গাছের ফাঁকে ফাঁকে চেরি ফুলের চারা এবং প্লাটফরমের উভয় পার্শ্বে সোনা আলু গাছের চারা রোপন করা হবে।