মনজুরুল ইসলাম,এশিয়ান বাংলা নিউজঃ
কুড়িগ্রাম সদর থানার কাঁঠালবাড়ী ও বেলগাছা ইউনিয়নের গণ্যমান্য ও সাধারণ ব্যক্তিদের উপস্থিতিতে বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ নভেম্বর সোমবার কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী ও বেলগাছা ইউনিয়নে গণ্যমান্য ও সাধারণ ব্যক্তিদের উপস্থিতিতে দুটি পৃথক মতবিনিময় ও বিট পুলিশিং সভায় ্উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।

এসময় তিনি সংশ্লিষ্ট ইউনিয়নে আইন-শৃঙ্খলা বিষয়ক কি ধরনের সমস্যা রয়েছে তা অবহিত হন এবং এ সংক্রান্তে পুলিশের করণীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার, কুড়িগ্রাম মহোদয় তার বক্তব্যে বলেন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন হবে এবারের নির্বাচন। কেউ সহিংসতা করে ভোট বাড়াতে পারবেন না। নির্বাচনী আচরণ বিধি লংঘন এবং যে কোন ধরণের সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ছাড়াও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও গ্রহণযোগ্য রাখার জন্য উপস্থিত জনসাধারণেৱ সচেতনতা ও সহযোগিতা কামনা করেন এবং
সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে পুলিশের নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও অনড় অবস্থানের ব্যাপারে তিনি জনসাধারণকে আশ্বস্ত করেন।
প্রতিটি বিট পুলিশিং সভাতেই স্থানীয় জনপ্রতিনিধি ছাড়াও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিভিন্ন চেয়ারম্যান পদপ্রার্থী, সদস্য পদপ্রার্থীগণ উপস্থিত ছিলেন।
উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার রায়, কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাঁন মোহাম্মদ শাহরিয়ার,ইন্সপেক্টর(তদন্ত)মোঃ গোলাম মর্তুজা, সহ জেলা পুলিশ, কুড়িগ্রামের উর্ধতন কর্মকর্তা বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *