খালিদ আহমেদ রাজাঃ (রংপুর)
কুড়িগ্রাম সদর যাত্রাপুর ইউনিয়নের সাইফুর ইসলাম এর ফসলি জমি দখলে নেয়ার চেষ্টা চালায় প্রতিপক্ষ সাইফুর ডক্টর ও তার সঙ্গীয় সন্ত্রাসীরা।
স্থানীয়রা জানান, সম্প্রতি এ বিরোধ মীমাংসায় স্থানীয় ইউপি ও থানার ওসি উভয়পক্ষের কাগজপত্র দেখে সাইফুর রহমান এর পক্ষে রায় প্রদান করেন। কিন্তু ওই রায় না মেনে সাইফুর ডক্টর এর লোকজন নিয়ে বিরোধকৃত জমি দখলের চেষ্টা করেন।
ভুক্তভোগী সাইফুর রহমান। কাগজ পত্রে সব কিছু ঠিক থাকা সত্তেও সাম্প্রতিক ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে সাইফুর ডক্টর, এরশাদ, রেজাউল, রাজু তার মামা নুর রহমান। এতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালিশ বৈঠকের মাধ্যমে কাগজপত্র পর্যালোচনা করে ভুক্তভোগী সাইফুর রহমানের পক্ষে রায় দেন। কিন্তু সাইফুর এর ওই রায়ের তোয়াক্কা না করে তারা ভুক্তভোগীদের উপর ও পরিবারের সদস্যদের প্রাণে হত্যার হুমকি দেন স্থানীয় সাইফুর ডক্টর ও তার লোক জনেরা।
কুড়িগ্রাম থানার সহকারী উপপুলিশ পরিদর্শক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান জমি দখলের চেষ্টার বিষয়টি স্বীকার করে বলেন, কাগজপত্রসহ জমির মালিক সাইফুর রহমানের।