kurigram-hemp-recovered-photo-24-03-17

শফিউল আলম শফি,কুড়িগ্রাম ঃ
কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বালারহাট সীমান্ত এলাকা থেকে ১৪ কেজি ৪শ গ্রাম ভারতীয় গাঁজা আটক করেছে বিজিবি।
শুক্রবার ভোররাতে বালারহাট বিওপির নায়েব সুবেদার মোঃ আব্দুস সোবহান এর নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। টহল দলটি আর্ন্তজাতিক সীমানা পিলার নং ৯৩৫ এর ৪ এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খলিসাকোটাল নামক স্থানে অবস্থান গ্রহণ করে। পরে এক চোরাকারবারী পাঁয়ে হেটে মাথায় বস্তা নিয়ে টহলদলের নিকটবর্তী হলে টহলদলকে দেখা মাত্রই মাথার বস্তা মাটিতে ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে সেখান থেকে বিজিবি টহলদল ১৪ কেজি ৪শ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ করে। জব্দকৃত গাঁজার সিজার মূল্য ৫০ হাজার ৪শ টাকা।
৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আউয়াল উদ্দীন আহমেদ বলেন, জব্দকৃত গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন